শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন
করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা সমাজের অবহেলিত, অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিব উদ্দিন।
রবিবার (৫ এপ্রিল) নোয়াখালীর সোনাইমুড়ি শহরের বিভিন্ন এলাকায় তিনি ৫০ জন অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণসহায়তা প্রদান করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ ।
নাজিম উদ্দীন বলেন, শহরের যেসমস্ত মানুষ সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় নিজ পরিবারের জন্য প্রাপ্ত পারিশ্রমিকের বিনিময়ে সওদায় করে থাকে ঠিক এমন পরিবারকে বেছে বেছে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, অনেকের কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হয়। তাই যে কোন সময় আমি এসব অভাবী পরিবারের মাঝে একা একা খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে দেই। এতে যদি খেটে খাওয়া মানুষের মুখে একফোটাও হাসি ফোটে তাতেই আমি খুশি।
ত্রাণসহায়তা পাওয়া ফতেমা খাতুন বলেন, ছেলেটি খুব ভালো। আল্লাহ ওর ভালো করুক। বড় বিপদের সময় এই চাল ডাল পেয়ে খুব উপকার হলো। নিজ সমার্থ্য কিছু অসহায় পরিবারের পাশে দাড়ায় সে। এই দূর্যোগে যাদের আছে তাদের নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি।
ইয়াছিন আবির, সোনাইমুড়ী, নোয়াখালী