শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন
আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ইদিলপুর মাদারীপুরের ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের হতদরিদ্র ও দিনমজুর অসহায় মানুষেরা। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন এই সেচ্ছাসেবী সংগঠনটি ।
সোমবার (৩০ মার্চ) এ সংগঠনের উদ্যোগে মাদারীপুর সদর উপজেলা ও পৌরসভাধীন ১/৩/৪ নং ওয়ার্ডে দরিদ্র ও দিনমজুরদের খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, পেঁয়াজ, আলু, সাবান,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ও সদর পৌর শাখা ছাত্রলীগের সভাপতি নেতা জনাব নোবেল বেপারী, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল আকন,আয়ারল্যান্ড আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক জুয়েল বেপারী, আসাদুজ্জামান বাপ্পি বেপারী, পারভেজ খান, আমান মাতুব্বর, ফারিব খন্দকার, ওপোল হাসান, সৈকত ইসলাম প্রমূখ।
সংগঠনের সভাপতি নোবেল বেপারী জানান করোনাভাইরাস মহামারিতে বিশ্ব থমকে গেছে। এতে অর্থনীতির ওপর চাপ পড়েছে। যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ওপরও। তাদের আয় বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এর আগে আমি ব্যক্তিগত উদ্যোগে আমার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। এখন আলোকিত ইদিলপুরের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনশত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও দেয়া হবে।
ল/আলো-মোঃ ইব্রাহীম রহমান, মাদারীপুর।