মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন
লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আহমদ উল্যাহ মিয়া’র ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি পূর্ব শাকচর এইচ এম আহমদ সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ভূমি দাতা ছিলেন। ২ ফেব্রুয়ারি রবিবার বিকেলে সদর উপজেলার শাকচর এইচ এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আহমদ উল্যাহ মিয়া’র বড় ছেলে ও কেন্দ্রীয় জেএসডি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা বশির মাষ্টার, চররুহিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মরহুমের ছোট ছেলে সৈয়দ আমজাদ হোসেন (আরজু), নান্টু, এমডি আলা বক্স ভূঁইয়া, সুমন প্রমুখ।
পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর সোনা মিঞা ঈদগাঁ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আজিজুর রহমান, হিলফুল ফুজুল মাদ্রাসার মহুতামিম মাওলানা নোমান সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান আমিনী। এসময় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: ২০১১ সালে ২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারনে আলহাজ্ব আহমদ উল্যাহ কমিশনার ইন্তেকাল করেন।