মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লক্ষ্মীপুর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মাষ্ট্রার্স এ্যাথলেটিকস এসোসিয়েশনের সভাপতি লক্ষ্মীপুরের কৃতি সন্তান এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ২য় বারের মত বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার ৩ আগষ্ট হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত নির্বাচনে ফারুক-মন্টু প্যানেলে ১১৭ ভোটের মধ্যে ১১১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন এর নবনির্বাচিত সহসভাপতি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মো: হারুনুর রশীদ, লক্ষ্মীপুর জেলার ৪টি আসনের সংসদ সদস্যগণ, জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও কলাকৌশলীবৃন্দ। এডভোকেট নয়ন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচনে ফারুক-মন্টু প্যানেলে সহসভাপতি পদপ্রার্থী ছিলেন। উল্লেখ্য, নির্বাচনে চেঙ্গিশ-শাহআলম ও ফারুক-মন্টু প্যানেল প্রতিদ্বন্ধিতা করলেও বিপুল ভোটে ফারুক-মন্টু প্যানেল জয়ী হয়েছেন।