বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
এবার লক্ষ্মীপুরে বিনামূল্যে সবজি বিতরণ করলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্তরের মানুষের মাঝে তিনি নিজে এসব সবজি বিতরণ করেন।
গত ২ মাস যাবত করোনা প্রতিরোধে ও সচেতনতামূলক কর্মকান্ডে এলাকার মানুষের মাঝে মানবিক উপজেলা চেয়ারম্যান হিসেবে পরিচিতি লাভ করছেন তিনি। হাজার হাজার দরিদ্রদে খাদ্য বিতরণ, শহরে জীবানুনাশক স্প্রে ছিটানো, ৫০% ছাড়ে দ্রব্য বিক্রিসহ বিভিন্ন কাজ করে তিনি মানুষের কাছে সমাদৃত হয়েছেন।
সোমাবার (১৩ এপ্রিল) থেকে লক্ষ্মীপুর জেলা লকডাউন ঘোষনা হয়েছে। এ লকডাউনের মধ্যে মানুষ যাতে ঘর থেকে না বের হয় এবং মানুষের নিত্যপ্রয়োজনীয় পন্যের মধ্যে কাঁচা সবজি অত্যাবশকীয়। তাই মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবজি বিতরণ করেন তিনি নিজেই। এসকল কাজে সহযোগিতা করেনে জেলা যুবলীগের নেতাকর্মীরা।
জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কেএম সালাহ উদ্দিন টিপু বলেন, লকডাউনের মধ্যে যেন মানুষ ঘরেই থাকে। ঘরে থেকে জীবন বাঁচাক। তাদের খাওয়ার জন্য সবজি আমরা যুবলীগের পক্ষ থেকে বিতরণ করেছি এবং এটি অব্যাহত থাকবে। যাতে তারা বাজার করার উদ্দেশ্যে ঘর থেকে না বের হয় সেজন্যই এ উদ্যোগ গ্রহণ করেছি।