বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসের মহামারি বিপর্যয়ে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও গৃহবন্ধী। এই কর্মহীন ও গৃহবন্ধী মানুষের জন্য গত ১ মাস থেকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য সামগ্রী বিতরণ, সচেতনতা করণ ও সর্বশেষ শাক-সবজি ও মুরগী বিতরণ করছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগ সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের পুত্র একেএম সালাহ উদ্দিন টিপু।
বুধবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর হয়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন তিনি। প্রতি পরিবারকে মুড়ি, ছোলা, খেজুরসহ অন্যান্য ইফতারি সামগ্রী দেওয়া হয়। রমজানকে ঘিরে কর্মহীন সাধারণ মানুষের বাড়িতে এসব ইফতারি সামগ্র বিতরণে সাধারণ মানুষের কাছে প্রসংশিত হয়েছেন তিনি।
দরিদ্র ও সাধারণ মানুষের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।