মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
২১তম কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক বিজয়ী ও ৪ বার জাতীয় চ্যাম্পিয়ন শুটার মোঃ শাকিল আহমেদকে লক্ষ্মীপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৫ জুলাই শুক্রবার রাতে শহরের সোফিরেট সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর আদর্শ সামাদ (ব্যাচ-৮৮) মাল্টিঃ কোঃ সোসাইটি লিঃ এর উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যাচ-৮৮ এর সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের ১ম সচিব মুহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোফাজ্জল হোসেন রনী, কৃষ্ণ চন্দ্র দাস, এ্যাড. সাইফুল ইসলাম শাহিন, হাকীম শরিফ উল্যাহ রানা, মোরশেদ আলম সবুজ, আনোয়ার জাহিদ, মোঃ জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন ও প্রাণ কৃষ্ণ দাস প্রমুখ।