বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন
জেলার কমলনগরে শ্বাসকষ্টজনিত সমস্যায় দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর পর স্থানীয় একটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৩টি পরিবারকে লকডাউন করেছে পুলিশ। শিশু হাবিব ওই গ্রামের মোঃ সবুজের ছেলে।
সকালে বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, শিশু মৃত্যুর পর ওই বাড়ির ৩টি পরিবারকে লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, শিশু ছেলেটি গত দুই দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল। পরে শুক্রবার রাতে মারা যায়। করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
-ল/আ, এস আর