শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরের কমলনগরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন কমলনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলাময়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সৈয়দ মোজাম্মেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাহমুদুর রহমান নোমান। অনুষ্ঠান শেষে কাজের শ্রেষ্ঠত্ব অর্জনকারী এফ.পি ও পরিবার কল্যাণসহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও সেকমোদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
একইভাবে রামগতি উপজেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দিবসটি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মো. বেলাল ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নাহিদ রায়হান প্রমুখ।