কুমিল্লায় আশঙ্কা জনক ভাবে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বরুড়ার থানার এসআইসহ ৫ উপজলেয়া একই দিনে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।যা কুমিল্লায় একই দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় রেকর্ড।মোট আক্রান্ত সংখ্যা ৫২ থেকে এক লাফে ৬৮ জনে দাঁড়িয়েছে।লাকসামে একই পরিবারে ৬,দেবিদ্বার ৬,মনোহরগঞ্জে ২, বরুড়া ১, তিতাস ১জন।
এ পর্যন্ত ১ হাজার ৬৭২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার পর্যন্ত ১ হাজার ৩৪৫ জনের রিপোর্ট এসেছে। সুস্থ হয়েছেন মোট ৭জন। বুধবার এসব তথ্য নিশ্চিত করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস।এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৭জন।
লাকসামে সাহাপাড়ায় একই পরিবারে ৬জন। পরিবারটিতে আগেই ২ সহোদর আক্রান্ত ছিল।দেবিদ্বার উপজেলার ৬জনের মধ্যে- বাগুর ২ জন, নবিয়াবাদ ২ জন, গুনাইঘর উত্তর ১ জন, উপজেলা হাসপাতালে ভর্তি ১জন। বরুড়ায় করোনা পজিটিভ ব্যক্তি পুলিশের এসআই বিকাশ চন্দ্র ঘোষ।তিতাসের মাছিমপুরে আক্রান্ত একজন।
ফয়সাল রহমান ভুঁইয়া, কুমিল্লা