শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সাবেক মন্ত্রী শাহজাহান কামাল এমপি আর নেই বই কেনার জন্য মাইর খাওয়া! – মেহেনাজ সুলতানা যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি

করোনায় শিক্ষার্থীদের যত যন্ত্রণা-জান্নাতুন নাঈম

ডেক্স নিউজ / ১১৯৬ পড়া হয়েছে:
প্রকাশের সময়: শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৩ পূর্বাহ্ন

লকডাউন, হোম কোয়ারান্টাইন সবই ঠিক আছে । কিন্তু এদিকে এইচএসসি পরীক্ষার রুটিনটা শিক্ষার্থীদের সঙ্গে দিব্যি হাডুডু খেলছে।

হা-রে -রে-রে প্রস্তুতি নিয়ে পরিক্ষার্থীরা যখন ১ সপ্তাহ আগে শুনে পরীক্ষা ঈদের পর হবে, তাদের কাছে ব্যাপার টা শ্বাপেবর এর মতোই ছিল। অপর দিকে সময় বাড়ার সাথে সাথে তাদের কাছে সবকিছু অকূল পাথার। পরীক্ষার চিন্তা + করোনের চিন্তা =(দুশ্চিন্তা)‌‌ স্কয়ার হয়ে গেছে। দেখা যাচ্ছে পরীক্ষা পিছানোর পর শিক্ষার্থীদের একঘেয়েমি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমো, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ সাইটে অধিক সময় দেয়ার প্রবণতা অনেক বেশি।

আহা!! ব্যাপারটা হলো শিক্ষার্থীরা পড়েছে উভয় সংকটে। করোনার মধ্যে পরীক্ষা দেয়া টা যেমন প্রাণঘাতী তেমনি ১ মাস পর পরীক্ষা দেয়াটা মনঘাতি।কারণ সবকিছু চর্চার অভাবে ভুলে যাচ্ছে তারা।

এমন একটা সময়ে কারো মন ও ভালো নেই যে অধ্যয়ন করবে, চারিদিকে যে মৃত্যুপুরী পড়ার টেবিলে বসলে তাদের মনে কালোমেঘ পাড়ি দেয়। পরীক্ষা পিছানোটা এখন মিছরির ছুরি। সামাজিক যোগাযোগ সাইটে থাকলে আপডেট তথ্য পাওয়া যায় এবং কিছুটা সময় কাটানো যায়।

কিন্তু এভাবে আর কতো?? মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বকেই এক মৃত্যুপুরীতে ঠেলে দিচ্ছে। যার গ্রাসে পড়ার টেবিলে মনই বসছেনা। তবে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকার টেলিভিশনের মাধ্যমে ক্লাসের সুযোগ করে দিয়েছে এতে একটু হলেও শিক্ষার্থীদের উপকারে আসবে।

শিক্ষার্থীদের মনে এখন একটা প্রশ্ন – ” “পরীক্ষা হবে কতো দিনে আমার মন বসে দিনগুনে” আশাকরি সৃষ্টিকর্তা সবকিছু আগের মতো করে দিবেন। আবার সূর্যের সোনালী রোদে শিক্ষার্থীরা কাকলীতে ভরাবে বিদ্যাপীঠ, মুখরিত হবে প্রাঙ্গন,,উজ্জ্বল হবে দেশমাতৃকার অঙ্গন।

Print Friendly, PDF & Email