মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
করোনা উপসর্গ নিয়ে জ্বর ও সর্দি আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগতি চরসীতা এলাকায় মারা গেছেন ৬০ বছরের মোহাম্মদ রফিক মেস্তুরী। ০৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে মারা যায়। এ ঘটনায় পর উপজেলা প্রশাসন মৃত ব্যাক্তির বাড়ী সহ তিনটি বাড়ী ১৬ পরিবারকে লকডাউন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবদুর রহিম জানান রফিক নামের ঐ ব্যক্তির দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনির সম্যায় ভোগছিলেন। কয়েক দিন আগে তার জ্বর ও দেখা দেয়।
মঙ্গলবার দুপুরে জ্বরের সঙ্গে শাসকষ্ট দেখা দিলে তিনি মারা যান। করোনা উপসর্গ জ্বর ও শাসকষ্ট থাকায় তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না তা নিশ্চিত হতে তার মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র আইইইডিসিআরএ পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
রামগতি উপজেলা নির্বাহী অফিসার আবদুল মোমেন জানান এই ঘটনায় মৃত ব্যক্তির বাড়ী সহ আশেপাশে ১৬ পরিবারকে লক ডাউনে রাখা হয়েছে।