ঝালকাঠি’র গ্রাম কি়ংবা শহর সবখানেই এখন নারায়নগঞ্জের ফেরতদের নিয়ে আতংক বিরাজ করছে। সদরসহ চার উপজেলার দুই হাজারের ও বেশি মানুষ প্রবেশ করেছে বলে জানা যায়,তবে প্রশাসনের কাছে অন্য জেলা থেকে আসা ৩২০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখার তথ্য রয়েছে।
নলছিটি উপজেলার মালিপুর গ্রামের মানুন গাজী বলেন আমাদের বাড়ির আশেপাশের অনেক লোক নারায়নগঞ্জে থাকেন, তারা সেখান থেকে পালিয়ে এখন বাড়িতে ফিরেছেন, শুনেছি অনেকেই অসুস্থ। যারা সুস্থ আাছেন তারা অবাধে ঘোরাফেরা করছেন, তাদের নিয়ে আমরা এলাকাবাসী আতংকে আছি।
এছাড়াও লঞ ঘাট এলাকায় শোনা যাচ্ছে এক সাইদুল নামক এক যুবক নারায়নগঞ্জে দিয়ে এসেছে। এতে এলাকার মানুষের ভিতর আতংক বিরাজ করছে।