শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতায় কাজ করে যাচ্ছেন লক্ষ্মীপুর সদর থানা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সৈয়দ এহতেসাম হায়দার বাপ্পী। বিভিন্ন সংগঠন, এলাকায় সুরক্ষা সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় রবিবার (৩০ মার্চ) ব্যক্তিগত অর্থায়নে শহরের বিভিন্ন এতিমখানা ও বাড়িঘরহীন বেদে পল্লীতে করোনা সচেতনতামূলক সামগ্র বিতরণ করেছেন। এসময় তিনি ভিটামিন-সি ট্যাবলেট, নিরাপত্তা মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার, ডেটল ও হ্যান্ডগ্লাপ্স বিতরণ করেন।
সৈয়দ এহতেসাম হায়দার বাপ্পী বলেন, করোনা ভাইরাস একটি মহামারী রোগ। এ রোগ প্রতিরোধে আমাদের সচেতন থাকতে হবে। ঘন ঘন হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়াও ঘরেই থাকতে হবে, কোন ভাবেই জনসমাগম করা যাবেনা।