মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন
নভেল করোনা ভাইরাস এর কারণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে লক্ষ্মীপুর-৩ এর সংসদ সদস্য সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য বিতরণের ১৮তম দিনে লক্ষ্মীপুরের পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আর প্রথম দিন থেকে এসব খাদ্য সংসদীয় আসনের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তার ব্যক্তিগত সহকারী ও সাবেক জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া।
শুক্রবার বিতরণের ১৮তম দিনে ঝড় বৃষ্টি উপক্ষো করে বিভিন্ন ট্রাক, বাস, সিএনজি, অটো ও রিকশা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বায়েজীদ ভূঁইয়া। উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা ও লক্ষ্মীপুর পৌরসভায় এসব শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
বায়েজীদ ভূঁইয়া এমপির পক্ষ থেকে কাল বৈশাখী ঝড় ও বৃষ্টি উপেক্ষা করে সাধারণ কর্মহীন ও দুস্থ মানুষের কাছে গিয়ে খাবার পৌঁছে দেওয়াকে মানবিকতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাধারণ জনগণ।
তবে এ খাদ্য বিতরণ রমজান মাসেও অব্যাহত থাকবে বলে জানান লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এর ব্যক্তিগত সহকারী বায়েজীদ ভূইয়া।
উল্লেখ্য, এ নিয়ে সদরের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬ হাজার অসহায়, কর্মহীন ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা হয় বলেও জানান তিনি।