শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন
পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে মোদি ও অমিত শাহের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মানদণ্ডের ভিত্তিতে রাজ্যে জোড়া প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, টুইটারে সরাসরি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই প্রশ্ন করেছেন মমতা।
পশ্চিমবঙ্গের লকডাউন পরস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে দু’টি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল৷ রাজ্যের মোট সাতটি জেলায় ঘুরবেন প্রতিনিধি দলের সদস্যরা৷
জানা গিয়েছে, প্রতিটি প্রতিনিধি দলে পাঁচজন করে সদস্য থাকবেন৷ রাজ্যে লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না, এই অভিযোগ তুলেই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমরা সবসময় গঠনমূলক সমর্থন এবং পরামর্শকে স্বাগত জানাই৷ বিশেষত করোনা সঙ্কট কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার যে পরামর্শ দেয় সেগুলিকে সর্বদা স্বাগত৷ যদিও ঠিক কীসের ভিত্তিতে কেন্দ্র পশ্চিমবঙ্গ সহ দেশের বাছাই করা কয়েকটি জেলায় বিপর্যয় মোকাবিলা আইনের অধীনে কেন্দ্রীয় দল পাঠানোর প্রস্তাব দিচ্ছে, তা অস্পষ্ট৷