
সারা পৃথিবীর প্রায় ১৯৫টি দেশে করোনা ভাইরাস সংক্রমণ হয়ে কভিড-১৯ রোগ একটি মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে।তার প্রভাব বাংলাদেশেও এ পর্যন্ত অনেক রোগী আক্রান্ত হয়ে প্রায় ৭ জন মারা গিয়েছে।এরই প্রেক্ষিতে সরকার দেশে লক ঢাউন ঘোষণা করে।এজন্য দেশের প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহবন্ধী হয়ে পড়ে।
তাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর দিকনির্দেশনায় মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক রোমান হাসান,কুমিল্লা দঃ জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি সৈয়দ মেরাজ,যুগ্ম সাধারন সম্পাদক ও ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক এনামুল হক সবুজের নেতৃত্বে কুমিল্লা সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডে শত শত অসহায় গৃহবন্ধী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
-ল/আ,ফয়সাল রহমান ভুইয়া, কুমিল্লা।