নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ৩ জন ও সাজা পরোয়ানাভূক্ত ১ জনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সিরাজপুর ও চরকাঁকড়া ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান ও পরিদর্শক(তদন্ত) মো: রবিউল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান, এএসআই আজিম ও এএসআই ইয়ামিনের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় ১নং সিরাজপুর ইউনিয়নের মিরেরপোল এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ বাবলু, শাহাদাত হোসেন টিপু ও রমজান আলী রিমন ওরপে চায়না রিমন নামে ৩ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১। গ্রেফতারকৃত প্রত্যেকের বাড়ি বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে বলে পুলিশ জানিয়েছে।
একইদিন গভীর রাতে উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান, এএসআই আজিম ও এএসআই ইয়ামিনের নেতৃত্বে ৪ নং চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২টি মামলায় সাজা পরোয়ানা ভূক্ত আসামী জাফর ইকবালকেও গ্রেফতার করেছে।