বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করছে চরহাজারী ব্লাড ব্যাংক। শনিবার (৪ এপ্রিল) চরহাজারী ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় পরিবার গুলোর মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় খাদ্যসামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, চরহাজারী ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুল হুদা,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না।এছাড়াও উপস্থিত ছিলেন, খাদ্যসামগ্রী বিতরনের উদ্যোক্তা ফখরুল ইসলাম রাজু, চরহাজারী ব্লাড ব্যাংকের সদস্য রফিকুল ইসলাম, জাকির হোসেন,মো.হাসান রাজা,তাজবির হোসেন,রুবেল,দেলোয়ার হোসেন,রিয়াজ মাহমুদ, নাজিব নিরব প্রমুখ।
এসময় চরহাজারী ব্লাড ব্যাংকের সদস্যরা জানান, সম্প্রতি নভেল করোনা ভাইরাস এর মহামারী রূপ ঠেকাতে পুরো বিশ্ব হিমশিম খাচ্ছে। সমস্ত দেশ লকডাউন অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন দিনমজুর ও খেটেখাওয়া মানুষেরা। তাঁদের সচেতনতা ও অর্থ উপার্জনের উৎসের অপ্রতুলতার দিকটি বিবেচনা করে আমরা আশপাশের অসহায়দের পাশে দাঁড়িয়েছি।
আমরা মনে করি, ইচ্ছা থাকলে চলে। সরকার দেবে সে দিকে না চেয়ে থেকে সামাজিক সংগঠন গুলো ঐক্যবদ্ধভাবে চাইলে অসহায় মানুষকে ভালো রাখতে পারেন।