বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন
নিজ হাতে খাদ্য সামগ্রীর ব্যাগ নিয়ে গরীব-অসহায় মানুষের বাড়ি বাড়ি ছুটে চলছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামালের এমপিএস মোঃ বায়েজীদ ভূঁইয়া। তিনি লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক। ২৯ মার্চ রবিবার বিকেলে সদর আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
বায়েজীদ ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল ব্যক্তিগত তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এছাড়াও সরকারি বরাদ্দ পৃথকভাবে বিতরণ চলছে। এমপি’র পক্ষ থেকে খাবার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানানো হচ্ছে।