বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

খাদ্য সামগ্রী নিয়ে বাড়ী বাড়ী ছুটছেন এমপি’র এপিএস বায়েজীদ ভূঁইয়া

স্টাফ রিপোর্টার / ৮৭৪ পড়া হয়েছে:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

নিজ হাতে খাদ্য সামগ্রীর ব্যাগ নিয়ে গরীব-অসহায় মানুষের বাড়ি বাড়ি ছুটে চলছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামালের এমপিএস মোঃ বায়েজীদ ভূঁইয়া। তিনি লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক। ২৯ মার্চ রবিবার বিকেলে সদর আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
বায়েজীদ ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল ব্যক্তিগত তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এছাড়াও সরকারি বরাদ্দ পৃথকভাবে বিতরণ চলছে। এমপি’র পক্ষ থেকে খাবার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানানো হচ্ছে।

Print Friendly, PDF & Email