বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতীদলের আহবায়ক আবুল কালাম আজাদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণর সম্পাদক নিজাম উদ্দিন ভুঁইয়া, সদর পশ্চিম বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম প্রমূখ।