শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

গরমে কমবে করোনার সংক্রমণ

অনলাইন সম্পাদনা / ৯১৭ পড়া হয়েছে:
প্রকাশের সময়: শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন

করোনাভাইরাসের সংক্রমণ শূন্যের কোটায় নিয়ে আসা চীনকে নিয়ে গবেষণায় যেন লাগাম পড়ছে না। মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র আড়াই মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনার পেছনে কী কারণ, সেটিই খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় গবেষণা প্রতিষ্ঠান এখন আবহাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখছেন। করোনা সংক্রমণ রোধে ব্যক্তি সচেতনতা, দূরত্ব বজায় রাখার পাশাপশি এর নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে আবহাওয়া— এমনটিই জানিয়েছেন বিজ্ঞানীরা।শুক্রবার (২৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এক গবেষণার বরাত দিয়ে জানায়, গরম ও আর্দ্র আবহাওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ আস্তে আস্তে কমতে শুরু করবে।প্রতিবেদনে জানানো হয়, এশিয়ার দেশগুলোতে গ্রীষ্মকালে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে বলেই দাবি করেছেন গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) কাসিম বুখারিসহ অন্যান্য বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ আবহাওয়া ভেদে কম-বেশি হতে দেখা গেছে।সম্প্রতি গবেষণা সাইট এসএসআরএন জানিয়েছে, চলতি বছর মার্চের ২২ তারিখ পর্যন্ত সর্বনিম্ন ৩ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি তাপমাত্রায় করোনার সংক্রমণ ছিল ৯০ শতাংশ। এসব অঞ্চলের বায়ুতে প্রতি ঘন মিটারে ৪ থেকে ৯ গ্রাম পর্যন্ত আর্দ্রতা ছিল।জলবায়ু পরিবর্তন বিষয়ক এমআইটি’র একদল বিজ্ঞানী বলেন, যেসব দেশে তাপমাত্রা ১৮ ডিগ্রির ওপরে ও প্রতিঘন মিটারে বায়ুর আর্দ্রতা ৯ গ্রাম সেখানে করোনা সংক্রমণ ৬ শতাংশে নেমে যায়।এ গবেষণা অনুযায়ী, এশিয়ার দেশগুলোতে গরমে করোনার সংক্রমণ কমে যাবে বলে জানানো হয়েছে। কারণ গরমে এশিয়ার দেশগুলোতে বায়ুর স্বাভাবিক আর্দ্রতা থাকে কমপক্ষে ১০ গ্রাম (প্রতি ঘনমিটার)।একইসঙ্গে এ গবেষণা দক্ষিণাঞ্চলের (গ্রীষ্মপ্রধান) তুলনায় উত্তরঞ্চলে (শীতপ্রধান) করোনা সংক্রমণের হার অনেক বেশি বেড়েছে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনায় সংক্রমণের হার সীমিত থাকলেও উত্তরঞ্চলগুলোতে সংক্রমণ দক্ষিণের চেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানায় গবেষকরা।

Print Friendly, PDF & Email