শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের আক্রমণে পুরো বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে সে মহামারীতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন গনিপুর ও ছোট ভল্লবপুর গ্রামে ২৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে তরুণদের হাতে গড়া নতুন এই স্বেচ্ছাসেবী সংগঠন। ২৫টি হত-দরিদ্র পরিবারের মাঝে আলোর ছোঁয়া ফোরাম এর উদ্যোগে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল ও ১ লিটার তেল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৪এপ্রিল) সকালে হত-দরিদ্র পরিবার গুলোর বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, আলোর ছোঁয়া ফোরামের সভাপতি মাহদী হাসান, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সাংগনিক সম্পাদক জাহিদ হাসান এবং সকল স্বেচ্ছাসেবকবৃন্দ। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
ল/আ,জাহিদ হাসান, চন্দ্রগঞ্জ