মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গরিব,দুস্থ ও কর্মহীনদের মাঝে খাদ্যদ্রব্য বিতরন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২০) জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ এবং সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।
এসময় সহযোগিতা ও বিতরণ করেন ছাত্রলীগ নেতা আকবর হোসেন সুখী, সাদ্দাম হোসাইন, আবদুর রহিম সুমন, শাহেন শাহ, মনিরুল ইসলাম রকি, ইসমাইল হোসেন মানিক, মোঃ হুমায়ুন কবির, কামরুল হাসান লোটাস, সজিবুর রহমান সংগ্রাম, রাশেদুল ইসলাম শাকিল,তাহিদুল ইসলাম সোহেল। কমলনগর উপজেলার ছাত্রলীগ নেতা রাকিব হোসেন সোহেল, আসাদ বিন হাবীব,হারুনুর রশিদ চৌধুরী। রামগঞ্জের ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবু।রায়পুরের ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রিজভী। চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু,আবু তালেব, মনির হোসেন ফরহাদ, এম মাসুদুর রহমান মাসুদ, মোঃ সৌরভ হোসেন, জাকির হোসেন রাপেদ প্রমূখ।
উল্লেখ্য, কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশে সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে সকল মানুষকে ঘরে থাকার নির্দেশনা প্রদান করছে সরকার। আর এসময় কর্মজীবি মানুষদের কথা চিন্তা করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ বরাবরের মত এ মানবেতর কাজে অংশগ্রহণ করেছেন। এ কাজে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ প্রশংসা করেছেন।