বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় কম্বলগুলো বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। সভা পরিচালনা করেন পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব।