জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন।
শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি বাসস্ট্যান্ড, হাট ও জিন্দারপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা সৃষ্টিমূলক কাজ করেন।
অভিযান পরিচালনা কালে সরকারি আদেশ অমান্য করায় ৮ টি মামলায় ৩৯০০ টাকা জরিমানা কর হয়।