শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥
লক্ষ্মীপুরের ১৯নং তেওয়ারীগঞ্জে ইউনিয়ন আ’লীগের উদ্যেগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ জুন) বিকেলে তেওয়ারীগঞ্জ বাজার বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। তেওয়ারীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন বোরহান চৌধুরীর সভাপতিত্বে অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি হিসেবেব উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিজন বিহারি ঘোষ, জেলা কৃষক লীগে সভাপতি ওমর হোসাইন ভুলু,রাশেদ নিজাম,কাউছার আহমেদ,জেলা যুবলীগের সাবেক আহবায়ক নাজমুল হাসান পলাশ, সদর উজেলা আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মানিক, সভা পরিচালনা করেন ১৯নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আাফজাল হোসেন হাওলাদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীবৃন্দ।