শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি-২০১০ব্যাচ এর অর্থায়নে লকডাউনে থাকা দুস্থ,অসহায়,কর্মহীন মানুষের মাঝে ঘরে ঘরে ত্রান পৌছে দেয়া হচ্ছে।
মেহেদি হাসান মেরিন মোল্লা এবং রাসেল ,মিরাজ ব্যাপারির সার্বিক তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মেরিন মোল্লা বলেন, দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি-২০১০ ব্যাচ দশমিনা উপজেলা প্রশাসনের পাশাপাশি দশমিনা উপজেলার কর্মহীন মানুষের মাঝে নিজেস্ব অর্থায়নে প্রাথমিক ভাবে ১২০জনের(কেজি চাল,২কেজি আলু,১কেজি তৈল,৫০০গ্রাম পেইচ,১কেজি ডাল,১পিচ সাবান) ঘরে ঘরে গিয়ে ত্রান বিতরন হচ্ছে।
(কোভিড-১৯) করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনে থাকা দুস্থ,অসহায়,কর্মহীন মানুষের পাশে দশমিনা উপজেলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি-২০১০ ব্যাচ ত্রান কার্যক্রম অব্যহত রাখবে।
মোঃ মাহদুমুল হক সজীব, দশমিনা, পটুয়াখালী