শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় সামজিক দূরত্ব বজায় রাখার জন্য অস্থায়ী হাট বসানো হয়েছে। পাশ্ববর্তী দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অস্থায়ীভাবে দোকান বসবে। ১৩ এপ্রিল দশমিনা উপজেলা প্রশাসন এ ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানিয়া ফেরদৌস বলেন মহামারি করোনা ভাইরাসের আক্রমন থেকে দশমিনা উপজেলার সাধারন জনগনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে মাছ,পান,তরকারি বাজার গুলো বর্তমানে যেখানে আছে তাতে সামাজিক দূরত্ব বজায় থাকছেনা তাই দশমিনা উপজেলার জনগনের কথা চিন্তা করে যাহাতে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় তরকারি, পান কিনতে পারে তার জন্য দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থান্তর করা হয়েছে।
দশমিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/দশমিনা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড.ইকবাল মাহমুদ লিটন বলেন দশমিনা উপজেলা প্রশাসন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহন করেছেন এতে করে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে বাজার করতে পারবে । সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একটি মনিটারিং কমিটি গঠন করা হয়েছে।
মোঃ মাহমুদুল হক সজীব,দশমিনা উপজেলা প্রতিনিধি।