মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

দুঃস্থদের মাঝে চাল,আটা,তেল ও সাবান বিতরন করলো নবজাগরন সমিতি

অনলাইন সম্পাদনা / ৮৫১ পড়া হয়েছে:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন

যশোর শার্শা উপজেলাপ্রতিনিধিঃ
বেনাপোল নবজাগরন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে অসহায় এবং দু:স্থদের মাঝে চাল,ডাল,আটা,তেল ও সাবান বিতরন করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনায় প্রত্যেক কে ঘরে অবস্থান করতে হবে। একমাত্র প্রয়োজন ব্যাতিরেকে  ঘর থেকে বাহির হবেন  না সরকারিভাবে এরকম ঘোষনা হওয়ায় সমাজে অসহায়,দু:স্থ এবং দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো বেশী বিপদগ্রস্থ হয়ে পড়েছে। এমতাবস্থায়,সমাজের ঐ সকল অসহায় মানুষদের কথা চিন্তা করে তারা  সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বৃহস্পতিবার(২৬ মার্চ) নব জাগরন সমিতির সভাপতি তার সাধারন সদস্যদের সাথে নিয়ে বেনাপোল বন্দর,কাস্টম হাউজ চত্ত্বর,পোর্টথানাধীন ভবারবেড় গ্রাম ও বেনাপোল বাজার এলাকায় তারা এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বিতরন কার্যক্রম চালায়। বিতরন কার্যক্রমে এশিয়ান টিভি`র বেনাপোল প্রতিনিধি মো: রাশেদুজ্জামান বাপ্পী ও দৈনিক খবরপত্র পত্রিকার বেনাপোল প্রতিনিধি মো: আউয়াল হোসেন অংশ নেন। বিতরন মুহুুর্তে সমিতির সভাপতি বলেন, দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানো  ও সাহায্য সহযোগীতা নিয়ে দু:স্থদের পাশে থাকার এটিই সর্বোৎকৃষ্ট সময়,এসময়কালীন অনেকেই ঠিকমত দু-বেলা দু-মুঠো ভাত খেতে পারছে না। আমাদের আজকের এই সাহায্য সহযোগীতা যদি কিছু অসহায় মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে,তাতেই আমাদের সার্থকতা। সমিতির সভাপতি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানান। বিতরন কার্যক্রমের পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সতর্কতামুলক প্রচারভিযানও চালায় তারা।
Print Friendly, PDF & Email