শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটিতে মরণঘাতী করোনা ভাইরাসে এক ট্রাক ড্রাইভার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ,করোনায় আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে।
ওই ব্যক্তি সাম্প্রতি নরায়নগঞ্জ থেকে এসেছেন। প্রাথমিক অবস্থায় তাকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই এলাকার ২০ টি বাড়ি লক ডাউন করা হয়েছে। তার আক্রান্তের খবরে উপজেলায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার তার আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন। নতুন করে এক জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এ নিয়ে জেলায় মোট ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিন জন করোনাভাইরাসে আক্রন্ত হয়। এর পরে এক পুলিশের এসআই ও ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রন্ত হয়। জেলা এ পর্যন্ত ২০২ জনের জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছে এর মধ্যে ১৮৮ জনের ফলাফল এসেছে।