শনিবার, ২১ মে ২০২২, ০৬:১২ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে শনিবার বিকেলে শহরের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচারনা চালান। এসময় লঞ্চঘাট মসজিদে তবলীগে আসা মুসল্লীদের করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন ধারণা দেন এবং তাদেরকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।
এছাড়া প্রচারনায় তার সাথে ছিলেন নলছিটি পুলিশ ফাড়িতে কর্মরত এসআই সোলায়মান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির নাজিম উদ্দিন খান। তিনি উপজেলাবাসীকে অপ্রয়োজনে বাহিরে বের না হওয়া ও সরকারি বিভিন্ন নির্দেশনা মেনে চলার জন্য সাধারণ জনগনকে অনুরোধ করেন।
ল/আ, সুশান্ত কুমার দাস, নলছিটি, ঝালকাঠি