ঝালকাঠির নলছিটি থানা পুলিশের উদ্যোগে করোনায় কর্মহীন ৭০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নলছিটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবার গুলোর হাতে চাল,ডাল ও তেল তুলে দেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
এ সময় তার সাথে ছিলেন কাজী সোয়ইব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার, মোহম্মদ মহিবুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), এম এম মাহমুদ হাসান অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল), নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন পিপিএম,ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কুদ্দুস মোল্লা, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসির ঝালকাঠি জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার, সাংবাদিক এইচ এম সিজার,পূজা উদযাপন পরিষদের সম্পাদক তপন দাস,সাংবাদিক কায়কোবাদ তুপন, সাইদুল ইসলাম,এস আর সোহেল প্রমুখ।
খাদ্য সহায়তা প্রদান করার সময় পুলিশ সুপার বলেন করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে ঘরে থাকতে হবে।খুব জরুরী দরকার ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ায় জন্য পরামর্শ দেন। তিনি বলেন যে কোন পরিস্থিতিতে ঝালকাঠি জেলা পুলিশ আপনাদের পাশে আছে।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করে বলেন সবাই মিলে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে । এর আগে পুলিশ সুপার শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। অপ্রয়োজনে ঘোরাঘুরি করা লোকদের বাড়িতে থাকার পরামর্শ দেন। এবং মোটর সাইকেলে এক জনের বেশি যাতে উঠতে না পারে তা নিশ্চিত করতে নলছিটি পুলিশকে নির্দেশনা প্রদান করেন।
সুশান্ত কুমার দাস,নলছিটি, ঝালকাঠি