প্রকাশের সময়:
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন
ঝালকাঠির নলছিটি উপজেলার শিমুলতলা জামে মসজিদের ওযুখানা ভাংচুরসহ জমি দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। ঘটনায় পর থেকে এলাকায় মুসল্লিদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। গত (২৭ মার্চ) শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলকাঠি ইউনিয়নে শিমুলতলা বাজারে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ সন্ধ্যায় কুলকাঠি ইউনিয়নের বিকপাশা গ্রামের মৃত্যু হোসেন আলীর ছেলে রুহুল আমিন ও তার ভাই আনোয়ার হোসেন এবং তাদের ২ ছেলে ইসমাঈল হোসেন ও মো. রমজান মসজিদের জমি দখল করে মুসল্লীদের ওযুখানা ভাংচুর করে। এঘটনায় গত (২৮ মার্চ) মসজিদ কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।