বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে জীবনঘাতি “করোনা” ভাইরাস। এর সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে হবে। ফলে নলছিটির অসংখ্য শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। ঝালকাঠির নলছিটিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন ধরনের গাড়ি চালকসহ ৭ শো পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে এম খান লিমিটেড।
৩ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় চায়না মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন এম খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান। নলছিটির ক্রীড়াবিদ, র্যাব ও পুলিশের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম খান লিমিটেডের নির্বাহী পরিচালক মো. রাফছান খান রাফি, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ সাখাওয়াত হোসেন পিপিএম , ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার, শিক্ষক কালা চাঁদ দাস, ক্রীড়া ব্যক্তিত্ব প্রদ্যুত দত্ত ও প্রদীপ কুমার মালো,মাহবুব হোসেন,সমর কর্মকার প্রমুখ ।
-ল/আ,সুশান্ত কুমার দাস শান্তু