মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবধৈভাবে ফসলি মাটি কাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম । গত সোমবার(৩০র্মাচ)উপজলোর নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ মাটিকাটা বন্ধ করা হয়।
এলাকাবাসী জানায়, নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন ফসলী জমি ও সরকারী সম্পত্তির অবৈধ মাটি স্থানীয় ইট ভাটায় বিক্রি করে আসছিল। গ্রামের শত শত লোক এ কাজে বাধা দিলেও তিনি বন্ধ করেননি। পরে এলাকাবাসী ইউএনও কে খবর দিলে ইউএনও ব্যবস্থা গ্রহণ করেন। তবে এ মাটি কাটা বন্ধ হওয়ায় এলাকায় স্বস্তির বাতাস বইছে।
ল/আ, সোনারগাও, নারায়নগঞ্জ