বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পুকুরে ডুবে শাকিল (১ে৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের জলিল মাদবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির পুকুরে মাছ ধরতে যায়। এসময় শাকিল অলৌকিকভাবে পুকুরে ডুবে যেতে দেখে তার মা। সবাই পুকুরে খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরে বেলা ৩ টার দিকে পুলিশের সহযোগিতায় চাঁদপুর থেকে ডুবুরী আনা হলে ডুবুরীর মাধ্যমে শাকিলের মৃতদেহ পাওয়া যায়। পরিবারের দাবি শাকিল আরো ১০ বছর আগে থেকেই সাঁতার কাটতে জানতো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।