শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কুৎসা রটনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপ-প্রচার সম্পাদক মুনসুর আহম্মদ, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, হুমায়ুন কবির পাটওয়ারী চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমূখ। এসময় জেলা উপজেলা ও পৌরসহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়
বক্তারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপির বিরুদ্ধে ভূয়া অশ্লীল ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন ।