প্রকাশের সময়:
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন
পটুয়াখালীতে করোনা ভাইরাস সন্দেহে দুটি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) দুপুরে এ দুটি বাড়িকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর জানান, শনিবার সন্ধ্যায় শহরের জেলখানার পেছনে মাতবর বাড়ি আ. রশিদ নামের ৬৫ বছরের এক সর্দি জ্বর নানা সমস্যায় ভুগে নিজ গৃহে মারা যায়। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তার মৃত্যু করোনাভাইরাসে কিনা সেটা নিশ্চিত করার লক্ষে রাতে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পরে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দাফন সম্পন্ন হয়। রিপোর্ট না আসা সময় পর্যন্ত ওই বাড়িটি জেলা প্রশাসনের নির্দেশক্রমে লক ডাউন করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার মো. জাকির হোসেন নামের এক ব্যক্তিকে শনিবার সন্ধ্যায় বরিশাল শেবাচিমের ভর্তির পর রাতে সে মারা যায়। যে কারণে তার বাড়িটিও লক ডাউন করা হয়েছে।