করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষ প্রায় ঘরবন্ধী।লকঢাউন মানায় শ্রমজীবী মানুষেরা নিজেদের কাজে যেতে পারছে না।পরিবার পরিজন নিয়ে চলাচল প্রায় কষ্টকর হয়ে পড়েছে নিম্ন শ্রেণীর এই মানুষগুলো।করোনার এই রকম মহামারী পরিস্থিতিতে নিজের অবস্থান থেকে পবিত্র মাহে রমজান ও নাতীবআবিরের জন্মদিন উপলক্ষে গ্রামের মানুষের জন্য এগিয়ে এলেন কুমিল্লার বরুড়া উপজেলার ১ং আগানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড রাজাপুর গ্রামের মজু ভুঁইয়া বাড়ির সৌদিআরব প্রবাসী আঃ রহমান ভুঁইয়া।
আজ সকাল ১০ টা থেকে গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পন্য বুট,খেসারী ডাল,পেয়াজ,আলু,তৈল,মুড়ি তোলে দেন উনার ছেলে সৌদি আরব প্রবাসী সালমান রহমান ভুঁইয়া ও সাংবাদিক ও সমাজকর্মী ফয়সাল রহমান ভুঁইয়া।এসময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর গ্রামের মেম্বার আবুল কালাম।
ইফতার সামগ্রী বিতরণের ব্যাপারে ফয়সাল রহমান ভুঁইয়া বলেন,করোনা ভাইরাসের এই সময়ে মানুষ প্রায় গৃহবন্ধী।পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমার বাবার মতো করে সমাজের বিত্তবান শ্রেণির মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে সবার সাহায্যে এগিয়ে আসার আহবান করছি।এভাবেই সমাজের এই দূর্যোগপূর্ণ মূহুর্তে আর কেউ খাবারের সমস্যা হবে না।
এসময় রাজাপুর গ্রামের মেম্বার আবুল কালাম মেম্বার বলেন,করোনার এই মহামারীর সময়ে সমাজের বিত্তবানরা সবাই এভাবে এগিয়ে আসা উচিৎ।