করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহবন্ধী মানুষের পাশে দাড়িয়েছেন বরুড়া উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের শিক্ষার্থীরা। সমাজের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা মানুষের কাছে মুখ খুলে বলতে পারেনা এমন লোকদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।
২০০২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ওই ব্যাচের সদস্যদের মাধ্যমে খাদ্য সামগ্রী তারা গৃহবন্ধী মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন।এতে করে আচমকা এসব খাদ্য সামগ্রী পেয়ে গ্রহনকারীদের আনন্দ লক্ষ্য করা যায়।
ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে জানতে চাইলে ২০০২ ব্যাচের ত্রাণ সামগ্রী বিতরণের প্রধান সমন্বয়ক শাকিলা জামান জানান,আমরা আমাদের এই কাজ নিজেদের নৈতিক মূল্যবোধ থেকে সমাজের বা গৃহবন্ধী মানুষের জন্য করেছি। আমারা চাই বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের ছাত্র-ছাত্রীরা করোনা মহামারীর এই সময়ে মানুষের পাশে এগিয়ে আসে।আমরা আপাতত চাল,ডাল,তৈল,লবণ,আলু,পেয়াজ একটি প্যাকেটে দিচ্ছি।রমজান মাসেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
ফয়সাল রহমান ভুঁইয়া, বরুড়া