বরুড়ায় রাজাপুর এইড কমিউনিটির উদ্যোগে মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে
উপজেলা সংবাদদাতা
/ ৭৩৯
পড়া হয়েছে:
প্রকাশের সময়:
শনিবার, ২১ মে ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন
কুমিল্লার বরুড়ায় করোনা প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ ও জীবানুনাশক স্প্রে করা হয়েছে। রাজাপুর এইড কমিউনিটির উদ্যোগে সোমবার (৩০ মার্চ) উপজেলার ১ং আগানগর রাজাপুর গ্রামে এসব মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওঃ আমিন উল্লাহ, উপদেষ্টা আবুল কালাম মেম্বার, যুগ্ন আহবায়ক গাজী ইমরান হোসাইন সুমন,ফয়সাল রহমান ভুইয়া,কাসেড্ডা গ্রামের প্রবাসী মুখ সোহেল রানা, সৌদি প্রবাসী মাইন উদ্দিন, শাহরুল,জালাল হোসেন,কাউসার মিয়াজী,গাজী শহীদ,মহিন উদ্দিন,সহ সংগঠনের সদস্যবৃন্দ।
সংগঠনের সদস্যরা রাজাপুর গ্রামের সকল মসজিদ সহ সকল রাস্তা -ঘাট,দোকানের আঙ্গিনা,রাস্তায় চলার পথের গাড়ি,বাড়ির আশে পাশে স্প্রে করে দেন এবং এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করেন। এসময় বিভিন্ন বাড়ির ভিতর থেকে মা-বোনরা এই ভালো কাজকে উৎসাহিত করেন।