বরুড়ার খোশবাস (উঃ) ইউনিয়নের কেমতলী গ্রামের আঃ সাত্তার মিয়ার ছেলে শাহাদাত হোসেনকে নামাজ পড়া অবস্থায় হামলা করে স্থানীয় বখাটে যুবকরা। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে শাহাদাতকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) কেমতলী নিজ দোকানের গেডাউনের ভেতরে মাগরিবের নামাজ পড়া অবস্থায় শাহাদাতের উপর এ নৃশংস হামলা হয়।জানা গেছে, বরুড়ায় লকডাউন চলা অবস্থায় নির্ধারিত সময়ের পরে শাহাদাত দোকান বন্ধ রাখেন। শাহাদাত দোকানে চুরি ঠেকাতে সে দোকানেই রাতে ঘুমাতেন। প্রায় রাতে বখাটেরা সিগারেটের জন্য বিরক্ত করতো বলে শাহাদাত জানান। গত কয়েকদিন পূর্বে শাহাদাত সরকারি নির্দেশনা অমান্য করে সিগারেট বিক্রির জন্য দোকান না খোলায় বখাটেরা তার উপরে অমানবিক নির্যাতন চালায়। এ সময় ৫/৬ জন বখাটে যুবক লাঠি দিয়ে পিটিয়ে তার সরা শরির থেতলিয়ে দিয়েছে।
এছাড়াও শাহাদাত হোসেন কেমতলী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি। যেটা বরুড়া ভলান্টিয়ার্স এসোসিয়েশন সংগঠনের সদস্য সংগঠন। গত (৮ মার্চ) থেকে সে এলাকায় মানুষকে করোনা প্রতিরোধে বিভিন্নভাবে সচেতন করার বিষয়ে কাজ করে আসছে। এসব বিষয়েও বখাটেদের মাঝে এলার্জি সৃষ্টি হয়। এর আগেও বখাটেরা শাহাদাতকে এসব কাজ না করার জন্য শাসিয়েছেন বলে শাহাদাত সাংবাদিকদের জানান।
ফয়সাল রহমান ভুঁইয়া