শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন
বাংলাদেশ বেতারের গীতিকার হলেন গাজী গিয়াস উদ্দিন। গত ১২ জুন বেতারের গীতিকার অর্ন্তভূক্তি সংক্রান্ত মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি। গাজী গিয়াস উদ্দিন মাসিক বাংলা আওয়াজ পত্রিকার সম্পাদক, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা জেলা প্রতিনিধি। তিনি লক্ষ্মীপুর প্রেস ক্লাব এর অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ৭টি, অন্যান্য গ্রন্থ সহ গ্রন্থের সংখ্যা ১২টি। তন্মধ্যে সঙ্গীত বিষয়ক গ্রন্থ “রহস্যের জহরমালা” ২০১৫ সালে প্রখ্যাত প্রকাশক মিজান পাবলিশার্স প্রকাশ করে। গাজী গিয়াস উদ্দিন ১৯৬০ সালে লক্ষ্মীপুর জেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামে ঐতিহ্যবাহী রিয়াজ উদ্দিন মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা স্বাধীনতা পরবর্তী মান্দারী ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও খ্যাতনামা সমাজসেবী হারিছ উদ্দিন আহমদ ও মাতা সায়েরা খাতুন।
গাজী গিয়াস উদ্দিন বাংলাদেশ বেতারের গীতিকার তালিকাভুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন অনেকে। অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট নজরুল গবেষক কবি ড. আবু হেনা আবদুল আউয়াল, লেখক হোসাইন ইফতেখার, বিশিষ্ট কবি মুজতবা আল মামুন, কবি ও গীতিকার জামিল জাহাঙ্গীর, কবি ও আবৃত্তিকার সেজুঁতি ইনস্টিটিউশনের নির্বাহী পরিচালক এডভোকেট মুরাদ আল হাসান চৌধুরী প্রমুখ।