
নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের করোনা ভাইরাসের প্রতিরোধ ও হাসপাতালে আগত সেবা প্রত্যাশীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য বাসমাহ ফাউন্ডেশনের সরবরাহ করা সুরক্ষা পোশাক (পিপিই) তুলে দেন এমপি লিয়াকত হোসেন খোকা।
আজ বিকেল ৫ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের উপস্থিতিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ জননেতা লিয়াকত হোসেন খোকা সুরক্ষা পোশাক (পিপিই) তুলে দেন স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহার হাতে।
বাসমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী মীর সাখাওয়াত হোসাইন প্রেসনোটে মাধ্যমে বিবৃতিতে বলেন, আমি প্রবাসি হলেও বাংলাদেশকে ভুলিনি, তাই আমি যেহেতু সোনারগাঁয়ের সন্তান তাই সর্বপ্রথম এই এলাকার মানুষের জন্য কিছু করার প্রয়াস থেকেই এই প্রকল্পের কাজের সম্পূর্ণ অর্থের যোগান দিয়েছেন। প্রথম ধাপে ২৫০ পিছ পিপিই, ৪ হাজার করে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস, হ্যাড কেপ ও সু কভার প্রদান করা হয়েছে।
প্রথম পর্বে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে ২য় ধাপে সোনারগাঁওয়ের মানুষের জন্য ৪০ টন চাল ও ১০ টন ডাল সরবরাহ করা হবে আর এই প্রকল্পটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম তত্তাবধানে পরিচালিত হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাসমাহ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য মীর মোজাম্মেল হোসাইন, মীর কবির, মোঃ আসাবুদ্দিন, আমিন মাহমুদ, জুনায়েদ ও সাব্বির আহমেদ প্রমূখ।
–ল/আ, শাহরিয়ার/সোনারগাও, নারায়নগঞ্জ