শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের ক্রান্তিকালে ঘরে না থেকে মানবতার ডাকে সাড়া দিয়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন লক্ষ্মীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়নের সহধর্মিণী রুবিনা ইয়াসমীন লুবনা চৌধুরী। ৩০ মার্চ সোমবার লক্ষ্মীপুর শহরের জেলা নির্বাচন অফিস সংলগ্ন অবস্থান করা বেদে পরিবারগুলোকে তিনি এক সপ্তাহের উপযোগী খাদ্যশস্য বিতরণ করেন। খাদ্য শস্যের প্যাকেটে আরো ছিল হ্যান্ড ওয়াশ ও সাবান। অন্যরা যখন জাত যায় জাত যায় বলে বেদেদের তাড়িয়ে দেন,সে সময় লুবনা চৌধুরী তাদের কাছে গিয়ে খাদ্য শস্য বিতরণের সময় বেদে পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে যান। লুবনা চৌধুরী জানান, ছিন্নমূল এই পরিবারগুলো কারো নজরে না আসাটাই স্বাভাবিক। এদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস আজকেই শেষ নয়,চলমান থাকবে বলেও তিনি জানান। মানবিক এই কর্মকান্ডের সময় সাথে ছিলেন এ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন ও রুবিনা ইয়াসমীন লুবনা চৌধুরী দম্পতির দুই কন্যা নুসাইবা চৌধুরী ও নভেরা চৌধুরী।