মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম:
যদি রেকর্ড করে শোনাতে পারতাম-ফারহানা আক্তার দৃষ্টি সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২১ পেলেন শাম্মী তুলতুল লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল মতলব’র ব্যাপক গণসংযোগ রায়পুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ রায়পুরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন এড. নয়ন এমপি রায়পুরে করোনা আক্রান্তদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন শোক দিবসে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

বেনাপোলে গাজি পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন

উপজেলা প্রতিনিধি / ৮২৪ পড়া হয়েছে:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন

বেনাপোল ৫নং ওয়ার্ডের দিঘিরপাড় গ্রামের প্রায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন গাজি পরিবার। সোমবার বেলা ১০ থেকে ১২ পর্যন্ত পৃথক ভাবে তালশারী জামে মসজিদের পাশে পুরাতন পাঠ গোডাউন এর মধ্যে ও গাজিপুর রেসিডেন্সিয়ায়াল স্কুলে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বেনাপোল পৌর সভার দিঘিরপাড় গ্রামের আজিম উদ্দিন গাজি তার পরিবারের পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন গাজি বলেন বিশ্ব জুড়ে করোনা নামক অদৃশ্য ভাইরাসের প্রভাব বাংলাদেশে পড়ায় মানুষ গৃহবন্ধী হয়ে পড়েছে। দিন মজুর শ্রমিকরা ইচ্ছে থাকা সত্বেও কাজে যেতে পারছে না। এরা অভাব অনটনে দিন কাটাচ্ছে। যার ফলে আমাদের সামর্থ অনুযায়ী আমরা পরিবারের পক্ষ থেকে প্রায় ১ হাজার পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করছি। এরপরও যদি বেশী সমস্যা দেখা যায় তবে আমি আমার পরিবার আবারও এসব মানুষের পাশে থাকব। তিনি বলেন আমাদের যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিনের নির্দেশনা অনুযায়ী অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলে আওয়ামীলীগ নেতা এনামুল হক মুকুল, মহিদুল ইসলাম, আলী কদর সাগর প্রমুখ
উপজেলা প্রতিনিধি, শার্শা
Print Friendly, PDF & Email