যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে গাজিপুর গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ একাধিক মামলার আসামী বেনাপোল নামাজ গ্রামের মৃত কাদের ড্রাইভারের পুত্র মেহেদী হাসান সুজন (২৫) ও সুজনের সহযোগী বেনাপোল গাজীপুর গ্রামের ছাক্তার হোসেনের পুত্র আলামিন হোসেন(২৭)কে গ্রেফতার করে পুলিশ সদস্যরা।
বুধবার(১৫ই এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন,এসআই মাসনুন ও সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ বিভিন্ন মামলার আসামীদেরকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, একাধিক মামলার আসামী সুজন ও আলামিনকে অস্ত্র ও ম্যাগজিনসহ গ্রেফতার করা হয়েছে । তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সহ আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।