মহামারী করানো ভাইরাসের কারণে দেশের অনেক জেলা লকডাউন দেওয়া শুরু হয়েছে। লকডাউন এর কারণে মানুষকে বাড়িতে থাকতে হচ্ছে। এ কারণে মানুষ জন সব অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে বেনাপোল স্থলবন্দরে কাজ করে অনেক মানুষ যারা দিন আনে দিন খায় । বেনাপোল কাস্টমকে সহযোগিতা করার জন্য নিয়োজিত আছে সিএন্ডএফ এর কয়েক হাজার কর্মচারী।
এই মহাদুর্যোগের সময় তাদের পাশে কেউ নাই তাই তাদেরকে একটু সহযোগিতা করার জন্য সি এন্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন কর্তৃক প্রত্যেক সদস্যকে ৫০০ টাকা করে দেয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সি এন্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুজিবর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ সাজেদুর রহমান । আরো উপস্থিত ছিলেন উক্ত অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ।
এ সময় সভাপতি ও সেক্রেটারি সকলকে উদ্দেশ্য করে বলেন, এই মহা দুর্যোগের সময় সকলকে সহযোগিতা করা হচ্ছে কিন্তু আমাদের এই স্টাফ অ্যাসোসিয়েশনের কর্মচারীদেরকে কেউই সহযোগিতা করছে না তাই আমাদের নিজস্ব স্টাফ অ্যাসোসিয়েশনের তহবিল থেকে ৫০০ টাকা করে দেয়া হচ্ছে । আর এ টাকা দেয়া হবে আমাদের ২৫০০ কর্মচারীকে।