ভোলা জেলার বোরহানউদ্দিন থানার নতুন হাকিমউদ্দিন বাজারে ময়লা আবর্জনা পরিষ্কার, জীবাণু নাশক স্পে এবং মাক্স বিতরণ সহ করোনা ভাইরাস প্রতিরোধমূলক কয়েকটি কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে অংশ গ্রহন করেন বোরহানউদ্দিন ছাত্র কল্যান ফাউন্ডেশন ও বাংলাদেশ_অনলাইন_আওয়ামী_টিম (বোট) এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হাসান নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হানিফ_মাষ্টার এবং রাস্তার মাথা নাঈম শরীফ স্মৃতি ব্লাড ডোনেশন ক্লাবের পরিচালক আলামিন মৃর্ধা সহ সভাপতি ইমন হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।